1. ইনস্টল PuTTY
পুটটি সফটওয়্যারটি ডাউনলোড করে ইন্সটল করুন তারপর ওপেন করুন Download
2. ওপেন হওয়ার পর পুটটি দেখতে হবে, Host Name or IP Address এর জায়গায় আপনার আইপি এড্রেসটি দিন, আইপি এড্রেসটি সিপ্যানেল লগইন করার পর ডান পাশে GENERAL INFORMATION দেখতে পাবেন, এর একটু নিচে Shared IP Address লেখা এই আইপিটি দিন, পোর্ট 22 এ থাকবে – 22 পোর্ট কাজ না করলে হোস্ট প্রোভাইডার এর সাথে কথা বলুন
3. কানেকশন টাইপ SSH সিলেক্ট করুন, এরপর Open বাটনে ক্লিক করুন
4. এরপর টার্মিনাল ওপেন হবে, user এর জায়গায় সিপানেলের user নেম দিন এরপর পাসওয়ার্ড চাইবে তখন সিপ্যানেলের পাসওয়ার্ড দিন
5. এখন আপনার লিনাক্স কমান্ড গুলো কাজ করবে