আপনার ডোমেইন যদি এরকম দেখায় তাহলে বুঝতে হবে আপনার ডোমেইনটি রেজিস্ট্রেন্ট ভেরিফাই করা নেই

এটি ভেরিফাই না করা থাকলে ডোমেইন টি সাসপেন্ড হয়ে যাবে তখন আর ডোমেইন কাজ করবে না, এটি হলো রেজিস্ট্রেন্ট ভেরিফিকেশন যখন আপনি আমাদের থেকে ডোমেইনটি ক্রয় করছেন তখন আপনার মেইলে নিচের স্ক্রিনশুট এর মতো একটি মেইল দেওয়া হয়েছে

ইমবক্স বা স্পাম ফোল্ডারে মেইল যেতে পারে এরপর মেইল ওপর ক্লিক করুন এরপর একটা লিংক দেখা যাবে এইরকম

এরপর ক্লিক লিংকে ক্লিক করুন এরপর এইরকম ভেরিফাই দেখাবে

এইরকম ভেরিফাই দেখালে আপনার মেইলটি ভেরিফাই হয়ে গিয়েছে, এখন ১৫থেকে ৩০ মিনিটের ভিতরে ডোমেইন টি কাজ করা শুরু করবে
নোট: এই ভেরিফিকেশনটি প্রথমবার করলেই হবে পরবর্তীতে ডোমেইন কিনলে আর ভেরিফাই করতে হবে না।