WordPress (ওয়ার্ডপ্রেস) ইনস্টল দিবেন যেভাবে ? How to install WordPress

১. প্রথমে আপনার সিপ্যানেল লগিন করুন
২. Softaculous সেকশনে যেতে হবে এটা নরমালি সিপানেলের নিচের দিকে থাকে এরপর WordPress অপশন আসলে WordPress ওপর ক্লিক করুন

৩. এরপর Install Now বাটনে ক্লিক করুন

৪.  Choose প্রোটোকল ( আপনি যদি ওয়ার্ডপ্রেস SSL ছাড়া ইনস্টল করতে চান তাহলে http// সিলেক্ট করুন, আর ওয়ার্ডপ্রেস SSL মোডে ইনস্টল করতে চান তাহলে https// সিলেক্ট করুন, https// সিলেক্ট করলে অবশ্যই আগে সিপ্যানেল থেকে SSL ইনস্টল করে নিতে হবে
** Choose Domain এখন আপনি কোন ডোমেইনে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন এখন থেকে সেই ডোমেইন সিলেক্ট করুন
** In Directory এই অপশনে যদি কিছু থাকে তাহলে ডিলিট করে ফাঁকা করে দিতে হবে, নিচের ছবির মতো

** এরপর ( Choose the version you want to install ) আপনি ওয়ার্ডপ্রেস কোন ভার্সন ব্যবহার করতে চান সেটা সিলেক্ট করুন

৫. এখন নিচে চলে যান এরপর Admin Username থেকে আপনার ওপার্ডপ্রেস এর Admin Username দিন আপনার মতো করে
** এরপর Admin Password থেকে আপনার ওপার্ডপ্রেস এর Admin Password দিন আপনার মতো করে
** এরপর Admin Email থেকে আপনার ওপার্ডপ্রেস এর Admin Email দিন আপনার মতো করে

5. সর্বশেষ নিচের দিকে চলে যান এবং ইনস্টল বাটনে ক্লিক করুন, এরপর কিছু সময়ের মধ্যে ওপার্ডপ্রেস ইনস্টল হয়ে যাবে

৬. সর্বশেষে নিচের দেওয়া ছবির মতো আসবে, Administrative URL এর লিংকে ক্লিক করে লগইন করুন (ইনস্টল দেওয়ার পর লিংকে ক্লিক করলে আইডি পাসওয়ার্ড দিয়া লগইন করতে হবে না ডাইরেক্ট লগইন হয়ে যাবে) পরবর্তী সময়ে লগইন করতে গেলে  ইনস্টল এর সময় দেওয়া আইডি পাসওয়ার্ড দিয়া লগইন করুন।

# পুনরায় আনইনস্টল করতে চাইলে স্ক্রিনশটে দেওয়া বাটনে ক্লিক করুন, এরপর একটু নিচে চলে যান এরপর ডিলিট বাটনে ক্লিক করুন এরপর “Remove Installation” বাটনে ক্লিক করলে আনইনস্টল হয়ে যাবে।

Article Attachments

Was this article helpful?

Related Articles