ডোমেইনের ফুল মালিকানা কিভাবে নিবেন ?

১. ডোমেইনের যদি কারো থেকে কিনে থাকেন তাহলে ফুল মালিকানা বুজে নিতে হবে, শুধু একটা একাউন্ট থেকে অন্য একাউন্টে মুভ করলে মালিকানা হয়ে যাবেন না, ইচ্ছা করলে পূর্বের মালিক আপনাকে মুভ করে দেওয়া ডোমেইনটি রিটার্ন করে নিতে পারবে, এই জন্য ডোমেইন এর ফুল মালিকানা এর জন্য, ডোমেইন ট্রান্সফার করে নিন তাহলে আপনার নামে হয়ে যাবে, যদি মুভ করে নিয়ে থাকেন তাহলে whois থেকে চেক করুন ইনফো গুলো পূর্বের মালিকের রয়েছে কিনা, যদি পূর্বের মালিকের ইনফো দেখায় তাহলে অবশ্যই ডোমেইন প্যানেল থেকে সকল ইনফো চেঞ্জ করে নিন, যদি সকল ইনফো নিউ মালিকের না থাকে তাহলে আপনি মালিকানা দাবি করতে পারবেন না।

পুতুল হোস্টের একাউন্ট থেকে whois ইনফো চেক করতে পারেন এবং এই  অপশন থেকে ইনফো চেঞ্জ করে নিতে পারবেন।

Was this article helpful?

Related Articles